Posts

দারুল উলুম দেওবন্দ ও ব্রিটিশ সরকার

  সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। দারুল উলুম দেওবন্দ ও ব্রিটিশ সরকার --------------------- দেওবন্দীরা কিভাবে বৃটিশ সরকারের দালালী ও তোষামদী করেছিল তার ঐতিহাসিক অনেক প্রামাণ্য তথ্য পেশ করা হয়েছে এই গবষণাপত্রে। অথচ এরাই আহলে হাদীসদেরকে বৃটিশদের সৃষ্টি, ইংরেজদের দালাল ইত্যাদি বলে বলে মানুষকে আহলে হাদীস বিদ্বেষী করে তুলে!! বড়ই আশ্চর্য দেওবন্দীদের কার্যকলাপ!! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। --------------------------------- দারুল উলুম দেওবন্দ ও ব্রিটিশ সরকার (প্রযোজ্য জায়গায় দয়া করে নিচের ইমেজগুলো বসিয়ে নিবেন) —————————— উপমহাদেশের সুফীপন্থিরা (দেওবন্দী ও ব্রেলভী) আহলেহাদীসদের সহ্য করতে পারে না। কারণ আহলেহাদীসরা তাদের নানা বিদআত ও বাতিল আকিদার সমালোচনা করে, মানুষকে কুরআন ও সহীহ সুন্নাহর প্রতি দাওয়াত দেয়। দলিল প্রমাণে যখন তারা আহলে হাদীসদের সাথে পারে না তখন আহলেহাদীসদেরকে জনগনের মাঝে বিতর্কিত করার লক্ষ্যে তাদের প্রতি নানা অপবাদ প্রয়োগ করে থাকে। তাদের সহীহ দাওয়াতকে বিতর্কিত করতে চায়, মানুষকে কুরআন ও হাদীসের সহীহ দাওয়াত থেকে বিরত রেখে তাদের বিদআতী