Posts

Showing posts from April 12, 2020

শিয়া - রাফেযিদের দৃষ্টিতে হজ্ব, মক্কা এবং পবিত্র কা'বা

Image
ই হুদি ঔরসে জন্ম নেয়া শিয়া ধর্ম গত ১৩০০ বছর ধরে মুসলিম উম্মাহর মাঝে ঘাপটি মেরে আছে এবং যখনি শক্তি অর্জন করেছে, তাকিয়া ভেঙ্গে মুসলিমদের পিঠে ছুরি বসিয়েছে। বিশেষ করে আধুনিক যুগে এসে ইরানের মত শিয়া রাষ্ট্র পরিষ্কার প্রতিভাত হওয়ায় পবিত্র মক্কা-মদিনায় এহেন কাফের-মুশরিকদের বিচরণ রোধ করা জরুরি এবং একি সাথে সম্ভবপর হয়ে উঠে। আসুন জেনে নেয়া যাক রাফেজী শিয়া ধর্মের দৃষ্টিতে হজ্জ ও কাবার অবস্থানঃ- শিয়া ধর্মে হজ্জের অবস্থানঃ - সাবাঈ শিয়া ধর্মে ইহুদি উদ্ভাবিত বেলায়েত/ইমামতই সবকিছু,দাবিকৃত ইমামদেরকে রব/ইলাহ ইত্যাদি বানালেই কাম সারা। ইসলামের ভিতরে মিশে থাকার জন্য সালাত,যাকাত ইত্যাদির কথা বললেও ইবনে সাবার উদ্ভাবিত বেলায়েত তত্বই সব এরকম বলা হয়; ৫ স্তম্ভের মধ্যে কখনো এক্টাকে রেখে আরেকটা বাদ দেয়া হয়, কখনো কলেমা! কখনো হজ্জ। যেমনটা বলা আছে শিয়া ধর্মগ্রন্থের রচিত বর্ণনায়- ☫ আবু জাফর(আঃ) থেকে বর্ণিত-‘ইসলাম ৫টি জিনিসের উপরে নির্মিত- সালাত,যাকাত,সাওম,হজ্জ ও বেলায়াত; অন্য কোনটাকেই বেলায়াতের মত করে আহবান/জোর দেয়া হ নাই। অতপর মানুষ বাকি চারটাকে আঁকড়ে ধরল আর এটা(বেলায়েত)কে ত্যাগ করল’ [আল কাফি, খণ্ড ২, ইমাম ও