Posts

Showing posts from August 12, 2012

North Pole

Image
উত্তর মেরু (North Pole) হল পৃথিবীর সবচেয়ে উত্তর বিন্দু ; যা দক্ষিণ মেরুর ঠিক বিপরীতে অবস্থিত এবং এটা প্রকৃত উত্তর (True North) কে নির্দেশ করে। ভৌগলিকভাবে উত্তর মেরু হল উত্তর গোলার্ধের সেই বিন্দু যেখানে ভূ - পৃষ্ঠকে পৃথিবীর উত্তর এবং দক্ষিন মেরুর কাল্পনিক সরলরেখা ( যাকে পৃথিবীর অক্ষ বলা হয় ) ছেদ করেছে। তবে মনে রাখতে হবে যে পৃথিবীর উত্তর মেরু বা ভোগলিক উত্তর মেরু আর ভূ - চুম্বকীয় মেরু দুইটি পৃথক জিনিস ।

Cogs of human body

Image
মানব দেহের অতি ক্ষুদ্র কিছু উপাদান যা সূক্ষ্ম অণুবীক্ষণ ডিভাইসে লেজার রশ্মি ব্যবহার করে তোলা হয়েছে । কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ফটোগুলোকে এক্সপান্ড করে দেখা গেছে কয়েকটি আমাদের চারপাশের কিছু বস্তুর সাথে সেগুলো মিলে যায় । যে কেউ দেখেই ভুল করতে পারে ।  তাহলে দেখা যাক বিস্ময়কর সেই ফটোগুলো 

ডায়নামাইট&গ্রেনেড

Image
                                                               ডায়নামাইট এক ধরনের বিস্ফোরক যা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে তৈরি করা হয়। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল   ডায়নামাইট আবিষ্কার করেন এবং ১৮৬৭ খ্রীস্টাব্দে এর প্যাটেন্ট নিবন্ধন করেন। বিভিন্ন শোষক পদার্থ দিয়ে নাইট্রোগ্লিসারিন কে শোষণ করিয়ে নিয়ে ডায়নামাইট তৈরি করা হয়। এসব শোষক দ্রব্যের মধ্যে রয়েছে কিসেলগুড় (kieselgur: যুক্তরাষ্ট্রের বানান ; kieselguhr: যুক্তরাজ্যের বানান ) নামক মাটি , করাত গুঁড়ো ইত্যাদি। এটি সাধারণত ২০ সেন্টিমিটার লম্বা এবং ২ . ৫ সেন্টিমিটার ব্যাসার্ধের কাঠি আকারে কিনতে পাওয়া যায়। এটিকে উচ্চমাত্রার বিষ্ফোরক হিসেবে বিবেচনা করা হয়। এটি টি . এন . টি এর চেয়ে ৬০ ভাগ বেশি শক্তিশালী। আর এক ধরনের ডায়নামাইট নাইট্রোগ্লিসারিনে নাইট্রোসেলুলোজ এবং সামান্য পরিমাণে কিটোন মিশিয়ে তৈরি করা হয়। যা তরল নাইট্রোগ্লিসারিনের চেয়ে অনেক বেশি নিরাপদ।

Open dopdf

Image
Open dopdf  1=select

বি-২ স্পিরিট

Image
বি - ২ স্পিরিট ( ইংরেজি ভাষায় : B-2 Spirit) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভারী বোমারু বিমান , যা স্টেল্থ বোম্বার ( Stealth Bomber ) নামেও পরিচিত । এটি তৈরি করেছে নর্থরোপ গ্রুমম্যান । এটি রাডার দ্বারা সহজে শনাক্ত করা যায় না , এবং বড় ধরনের আকাশযুদ্ধের উপযোগী করে এটিকে নির্মাণ করা হয়েছে । এটি প্রচলিত ও নিউক্লীয় উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে পারে । এই বিমানটির উচ্চ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচের জন্য এটি মার্কিন কংগ্রেস ও পেন্টাগনে বেশ কিছু বিতর্ক তৈরি করেছে । উচ্চ নির্মাণ ব্যয়ের কারণে ১৯৮০ - এর দশকের শেষ ভাগ থেকে ১৯৯০ - এর দশকে , মার্কিন কংগ্রেস প্রাক্কালিত ১৩২টি বিমান নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে মাত্র ২১টি বিমান নির্মাণ করে ।