ট্রাভেল বাংলাদেশঃ রিসোর্ট পরিচিতি - চলুন ঘুরে আসি '' আমতলী ন্যাচার রিসোর্ট'' শ্রীমঙ্গল এবং তার আশেপাশের পাহাড়ী চা বাগান আর বনভুমিতে



দুটি পাতা একটি কুড়ি আর সবুজের রাজ্য সিলেট। এখানে সবুজের মাঝে সবুজের খেলা আর আকাশ পাহাড়ের মিতালী। আমতলী নেচার রিসোর্ট ঠিক এমনই এক সবুজে ঘেরা জায়গা। ঢাকা থেকে মাত্র চার ঘণ্টার দূরত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার খুব কাছেই আমতলী চা বাগান। আর এই চা বাগানেই রয়েছে একটি দারুণ রিসোর্ট। একদিকে চা বাগান, অন্যদিকে রবারের বন, এই দুয়ে মিলে তৈরি হয়েছে এক নৈসর্গিক পরিবেশ, যা আপনাকে মুহূর্তে ভুলিয়ে দেবে যান্ত্রিক জীবনের ক্লান্তি। স্বল্প পরিসরে তৈরি এই রিসোর্টটিতে রয়েছে থাকা-খাওয়ার আধুনিক সব ব্যবস্থা। দিনের বেলা বেড়ানোর জন্য বেছে নিতে পারেন আশপাশের চা বাগান, বন্যপ্রাণীদের সাহচর্য, সীতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলের অপূর্ব সৌন্দর্য আর সেই সঙ্গে জিভে জল আনা সব খাবার, এর সঙ্গে রাতে চাঁদের আলোয় বারবিকিউ পার্টি, সব মিলিয়ে আপনার ছুটির দিন হয়ে উঠতে পারে অনেক বেশি আনন্দময় ও উত্তেজনাপূর্ণ।
বছরের সব ঋতুতেই আপনি যেতে পারেন আমতলী। এদিক-ওদিক যাওয়ার জন্য প্রয়োজনে বাগান কর্তৃপক্ষ আপনাকে গাড়ির ব্যবস্থা করে দেবে। নিঃসন্দেহে বলা যেতে পারে, ভ্রমণপিপাসুদের মন জয় করে নিতে পারে আমতলী নেচার রিসোর্ট।
***ভাড়াঃ
মার্চ থেকে অক্টোবর ,
শনি থেকে বুধ ৩৫০০/-
বৃহস্পতি - শুক্র ৫০০০/-
নভেম্বর থেকে ফেব্রুয়ারি
শনি থেকে বুধ ৪৫০০/-
বৃহস্পতি - শুক্র ৬০০০/-
১৫% ভ্যাট প্রযোজ্য ।
****খাবারঃ
খাবারের মূল্য এবং তালিকার জন্য ই মেইল করলে ওরা চার্ট পাঠিয়ে দিবে । ই মেইল ঠিকানা email: amtalinr@gmail.com
***আবাসনঃ
১) এক কটেজে দুটি এ সি সহ রুম ।
২) বাড়তি ভাড়া সাপেক্ষে ৬ থেকে ১০ জনের থাকার বাবস্থা আছে ।
৩) একজন ড্রাইভারের জন্য নন এ সি রুমে থাকার বাবস্থা আছে ।
৪) ২ টি আধুনিক টয়লেট ।
৫) মুখরোচক খাবার ।
৬) ইমারজেন্সি চিকিতসা সেবা ।
৭) সিকিউরিটি ।
৮) জেনারেটর ।
*****অন্যান্য সুযোগ সুবিধাঃ
১) গাইড সহ চা ও রাবার বাগান পরিদর্শন ।
২) পাহাড়ে ভ্রমণ ও বন্যপ্রাণী দর্শন ।
৩) স্থানীয়দের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখা ।
৪) ভাড়া গাড়ি নিয়ে দূরে কোথাও ভ্রমণ ।
৫) রাবার ও চা এর উপরে স্টাডি ট্যুর !
৬) স্থানীয় গ্রাম ও মফস্বল ঘুরে দেখা ।
*******বুকিং -
চেক আউট বেলা ১১ টায়
চেক ইন দুপুর ১২ টায় ।
খাবারের অর্ডার আগে থেকে দেওয়া ভালো ।
*********দৃষ্টি আকর্ষণঃ
রিসোর্টের কিছু নিয়ম কানুন আছে , তা রিসোর্টে পৌঁছে জেনে নেওয়া ভালো । কিংবা তাদের ওয়েব সাইটে দেখতে পারেন । এই যেমন অ্যালকোহল না পান করা , গোলযোগ না করা , বন ও বন্য প্রাণীর ক্ষতি না করা ইত্যাদি ।
********যেভাবে যাবেনঃ
১) বাসঃ এ সি , নন এসি দু ধরনের বাস যায় মৌলভীবাজার , সায়দাবাদ থেকে । ভাড়া গড়পড়তা ৩৫০ থেকে ৫০০ হতে পারে । ড্রাইভারকে বললে সরাসরি রিসোর্টের সামনে নামিয়ে দিতে পারে । নিচের ছবিতে ম্যাপ দেওয়া আছে । দেখে নিতে পারেন । ভ্রমণ সময় ৩ থেকে ৪ ঘণ্টা ।
২) ট্রেনঃ ভ্রমণ সময় ৪ ঘণ্টা । মৌলভীবাজার ষ্টেশন থেকে রিসোর্ট ২০ মিনিট এর পথ , ভাড়া গাড়ি , ট্যাক্সি কিংবা ভাড়া প্রদান সাপেক্ষে রিসোর্টের গাড়ি আপনাকে এগিয়ে নিতে পারে । এ সি চেয়ার কেবিন ৪০০ টাকা ভাড়া !
৩) বাক্তিগত গাড়িঃ নিচের ম্যাপ অনুসরন করে সরাসরি রিসোর্টে চলে যেতে পারবেন । যোগাযোগ এর রাস্তা খুবই ভালো ।
*******ঠিকানাঃ
Amtali Nature Resort

Rashidpur, Bahubal, Habiganj
(On Dhaka - Moulvibazar highway)
mobile: +8801713177766
email: amtalinr@gmail.com
http://www.wix.com/amtalinr/amtali-natur...
8-| 8-| 8-| 8-| 8-| নিচের ছবিগুলো বড় করে দেখতে হবে , উপরের মত বড় করে ছবি আপলোড হচ্ছে না ।
ছবিগুলো বড় করে না দেখলে পস্তাবেন । আমাদের দেশ যে কত সুন্দর তা অকল্পনীয়.

Comments

Popular posts from this blog

পৃথিবীর কয়েকটি রহস্যময় দ্বীপ ও জায়গার গল্প ও ছবি

দারুল উলুম দেওবন্দ ও ব্রিটিশ সরকার

শিয়া মতবাদ : ইসলামের নামে ভয়ংকর বিশ্বাস ও মুনাফেকি