আপনার নিজের বানানো আইসক্রিম খাবেন?

আপনার নিজের বানানো আইসক্রিম খাবেন? :P
পাঁচ সেকেন্ড ভাবার সময় দিলাম! B:-/
এক,
দুই,
তিন,

চার,
পাঁচ,
আইসক্রিম আমরা সবাই কিনেই খাই, কিন্তু আজকে বানিয়ে খাবেন? কেমন লাগবে জানিনা, তবে খারাপ লাগবেনা আশা করছি। /:)
প্রয়জনীয় কিছু বস্তু:
দুধ: ২ কাপ
ভেনিলা এক্সট্র‌্যাক্ট: ২ চা চামচ
চিনি: ৩-৪ চা চামচ
লবন: ২ চা চামচ
বরফ: ছয় কাপ
জিপলক ব্যাগ: ১ টি
প্লাসটিকের বক্স: মাঝারি আকৃতির একটি

এবার জেনে নেই প্রক্রিয়াটুকু__ B-)
প্রথমে একটি জিপলক ব্যাগে, দুই কাপ দুধ ঢেলে নেয়া হোক(ঠান্ডা দুধ ব্যবহার করা ভালো, এবং অবশ্যই কাচা নয়)! :-B এরপর, ভেনিলা এক্সট্র্যাক্ট দুই চা চামচ ঢালতে হবে। তারপর চিনি, বেশি চাইলে চার :-0 , কম চাইলে তিন চা চামচ নিয়ে ঢালতে হবে। :`> এবার ব্যাগের জিপ বন্ধ করতে হবে, তবে বন্ধ করার সাথে লক্ষ রাখা উচিত যতটা সম্ভব বাতাস বের করা যায় /:) !এরপর একটা মাঝারি প্লাস্টিক, অথবা টিনের বক্সে ছয় কাপ বরফ নিতে হবে(বরফের আকৃতি বড় হলে ভালো বেশি ভালো B:-/ )! এই বক্সে দুই চামচ লবন ঢালুন, লবন এর কাজ হবে বরফকে অনেকক্ষন কঠিন পদার্থে থাকতে সাহাজ্য করা B-) । এবার সেই বক্সে জিপলক ব্যাগটি রেখে মুখ বন্ধ করে দেয়া হোক ভালোভাবে বক্সের #:-S । তারপর শুরু করে দিন ঝাকড়ানো :P । ভালোভাবে পনের থেকে বিশ মিনিট ঝাকড়ানোর পর বক্স খুলে যদি জিপলকের ভেতর আইসক্রিম দেখতে পান ;) , তবে সেটা বের করে খাওয়া শুরু করে দিতে পারেন অনতিবিলম্বে B-)) ! সেক্ষেত্রে চামচ লাগবে কিন্তু! :`> :D

আপনি চুড়ান্ত পর্যায়ের আইসক্রিম-খাদক হলে, :``>> কাউকে না দেয়াই ভালো :P , অন্যথায় শেয়ার করুন কারো সাথে। 8-|

**আইসক্রিম খেয়ে কারো ঠান্ডা লাগলে লেখক দায়ী নয়** :| X((

Comments

Popular posts from this blog

পৃথিবীর কয়েকটি রহস্যময় দ্বীপ ও জায়গার গল্প ও ছবি

দারুল উলুম দেওবন্দ ও ব্রিটিশ সরকার

শিয়া মতবাদ : ইসলামের নামে ভয়ংকর বিশ্বাস ও মুনাফেকি