S.S.C এবং সমমানের পরীক্ষা সমূহের ফলাফল 2015
সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর বেলা একটায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে।শিক্ষা মন্ত্রণালয় জানায়, সংবাদ সম্মেলনের পর বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
শিক্ষার্থীরা রেজাল্টের প্রত্যাশায় অধির আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু বাংলাদেশের সরকারি সাইটের সার্ভার খুব দুর্বল হওয়ায় আমরা সময় মতো রেজাল্ট হাতে পাই না। পেলেও পয়েন্ট আসে কিন্তু মার্কসিট পাওয়া দুঃসাধ্য হয়ে পড়ে।SSC result 2015
ফলাফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ফলাফল পেতে আপনাদের সুবিধার্থে কিছু সাইটের লিংক শেয়ার করছিঃ
http://www.educationboardresults.gov.bd
http://114.130.64.23/regular/index.php
![]() |
সংগ্রহীত |
http://edu.result-bd.com
https://findatips.com/
বিঃদ্রঃ সরকারী সাইটের ডাটাবেজে ফলাফল সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই মার্কসিট সহ ফলাফল দ্রুত পাওয়া যাবে।
এছাড়াও SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ
SSC <space> First 3 Letters of Board <space> Roll Number <space> 2015 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠান।
উদাহরণঃ
SSC Dha 123456 2015 and send SMS 16222
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
DAKHIL <space> MAD <space> Roll Number <space> 2015 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠান।
উদাহরণঃ
Dakhil Mad 123456 2015 and send SMS 16222
এসএসসি ভোকেশনালের জন্যঃ
SSC <space> Tec <space> Roll Number <space> 2015 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠান।
উদাহরণঃ
SSC Tec 123456 2015 and send SMS 16222
Comments
Post a Comment